Thank you for trying Sticky AMP!!

বিবৃতিতে রওশনের স্বাক্ষর নিয়ে সন্দেহ কাদেরের

রওশন এরশাদ, জি এম কাদের।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের দেওয়া বিবৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলটির নতুন চেয়ারম্যান জি এম কাদের। ওই বিবৃতিতে রওশন জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে মানেন না বলে উল্লেখ করেন।

আজ মঙ্গলবার দুপুরে জি এম কাদেরের বক্তব্য উল্লেখ করে গণমাধ্যমে পাঠানো দলটির সংবাদ বিজ্ঞপ্তিটি পরিবর্তন করা হয়।

পরিবর্তিত সংবাদ বিজ্ঞপ্তিতে রওশনের পাঠানো হাতে লেখা একটি বিবৃতির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিবৃতিটি হাতে লেখা এবং দেখে মনে হয়নি এটি বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের স্বাক্ষর। তাই সন্দেহের অবকাশ রয়েছে। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন। সেই ভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।’ কাদের বলেন, ‘পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনো তাঁর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তাঁরা যে নামেই সম্বোধন করবেন তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা।’ তিনি আরও বলেন, ‘কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।’

গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রদূতেরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা শোকবার্তা পাঠিয়েছেন। নরেন্দ্র মোদীর শোকবার্তার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতবাসী এরশাদকে মনে রাখবে।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ভুটান, পাকিস্তান, চীন এবং চীনের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দেশ ও সংস্থা এইচ এম এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বনানী অফিসে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা পরিদর্শন করেন। আগামীকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জামালপুরের ইসলামপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।