Thank you for trying Sticky AMP!!

বিরোধী দলীয় নেতা এরশাদ ও উপনেতা জিএম কাদের স্পিকারের স্বীকৃতি পেলেন

এইচ এম এরশাদ ও জি এম কাদের

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দশম জাতীয় সংসদে একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকলেও এবার ২২টি আসন নিয়ে শুধু বিরোধী দলেই থাকছে জাতীয় পার্টি।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা এইচ এম এরশাদকে (২১ রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ মোতাবেক (১৮ লালমনিরহাট-৩) সংসদ সংদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বীকৃতি প্রদান করেছেন।