Thank you for trying Sticky AMP!!

ভারতকে বুঝতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়: মেনন

রাশেদ খান মেনন । ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘ভারতকে বুঝতে হবে, কিছু পেতে গেলে অবশ্যই তাদের কিছু দিতেও হয়। এটা যদি তারা না বুঝে তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজকে যে উচ্চতায় পৌঁছেছে, সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সম্মেলনে রাশেদ খান মেনন এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আবরার হত্যাকে নিয়ে বিএনপি-জামাত এখন তাদের ভারতবিরোধী এবং ধর্মবাদী রাজনীতি নিয়ে নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে। আবরারে হত্যার বিচারের চাইতে তাদের লক্ষ্য হচ্ছে এটা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। ফেনী নদীর পানি ও এলপিজি গ্যাস নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ আছে বলে মনে হয় না। মেনন বলেন, ‘তবে এটা ঠিক ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক বেশি সংবেদনশীলতা দেখাচ্ছি। ভারত সেটা এখনো পর্যন্ত দেখাতে পারছে না।’

রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে চরম বৈষম্য, দুর্নীতি, দলবাজি-দখলদারি এই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা মোটেও সুখকর নয়। মেনন আরও বলেন, ‘আমরা আশা করব, সরকার বিশ্ববিদ্যালয়সমূহে দল দাসত্বের রাজনীতি বাদ দিয়ে ছাত্রদের স্বাধীন রাজনীতি করতে উৎসাহিত করবে এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন দিয়ে ছাত্র নেতৃত্বকে বের করে নিয়ে আসবে।’

রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের এই মুহূর্তের কাজ হচ্ছে, উন্নয়নের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। এই ইস্যুকে বাদ দিয়ে যারা সমস্ত জনগণের ইস্যুকে ঘুরিয়ে অন্যদিকে নিতে চায় তারা জনগণের বন্ধু হতে পারে না।’

সম্মেলনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সদস্য মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য আবদুল খালেক প্রমুখ।