Thank you for trying Sticky AMP!!

মনোনয়নপত্র জমা দিলেন ছয়জন

নির্বাচন

ঢাকা উত্তর সিটির করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তাঁর কার্যালয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

আবুল কাসেম বলেন, মেয়র পদে ২৬ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। জমা দিয়েছে ছয়জন। এঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

আবুল কাসেম বলেন, ১৮টি নতুন ওয়ার্ডে সাধারণ ও ২টি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আবুল কাসেম আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচারণা চালালে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দীন মণ্ডল বলেন, ৬টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ২৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরের মেয়র, উত্তর ও দক্ষিণ সিটির ৩৮ ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।