Thank you for trying Sticky AMP!!

যাঁরা ক্যাসিনোর টাকার ভাগ নিয়েছেন, তাঁরাও সমান অপরাধী: ফিরোজ রশীদ

কাজী ফিরোজ রশীদ। ফাইল ছবি

যাঁরা ক্যাসিনো, জুয়ার মদদ দিয়েছেন এবং টাকার ভাগ নিয়েছেন, তাঁরাও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, এই অপরাধ একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় এগুলো চলে আসছিল। এখনো বিভিন্ন জায়গায় অবাধে চাঁদাবাজি চলছে, জায়গা দখল করে মার্কেট বানিয়ে কোটি কোটি টাকা লুটপাট চলছে।

রাজধানীর টিকাটুলীতে মঙ্গলবার বিকেলে দুর্গাপূজা উপলক্ষে গরিব ও দুস্থ হিন্দু সম্প্রদায়ের মানুষদের আর্থিক সহায়তা প্রদানকালে কাজী ফিরোজ রশীদ এসব কথা বলেন।

কাজী ফিরোজ বলেন, প্রশাসন যদি প্রথম থেকেই এসব বিষয়ে কঠোর মনোভাব দেখাত, তাহলে এটা ভয়ংকর রূপ নিতে পারত না। প্রধানমন্ত্রীকে এগুলো নির্মূলে সরাসরি হস্তক্ষেপ করতে হতো না। জুয়া ও মাদক হাজার হাজার পরিবার ধ্বংস করে দিচ্ছে। সমাজকে বিকলাঙ্গ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী সিদ্ধান্ত জাতিকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, আইয়ুব আলী, আবুল হোসেন, আরিফ হোসেন, জাপা নেতা হাজি ফারুক, দেলোয়ার সেন্টু প্রমুখ।