Thank you for trying Sticky AMP!!

রাজধানীর সির‍ডাপ মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

যাঁরা পরিবেশের ক্ষতি করেন, তাঁরা দেশ ও মানুষের শত্রু: তথ্যমন্ত্রী

নিজের স্বার্থে যাঁরা পরিবেশের ক্ষতি করছেন, তাঁদের দেশ, জাতি ও মানুষের শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সির‍ডাপ মিলনায়তনে ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন হাছান মাহমুদ। ধরিত্রী দিবস উপলক্ষে সেমিনারটির আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি।

হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতির ওপর যে অত্যাচার আমরা করছি, তারপরও প্রকৃতি আমাদের ওপর এখনো সদয় আছে। বিমুখ হয়নি। জীববৈচিত্র্যেও আমরা সমৃদ্ধ। কিন্তু নিজের স্বার্থে যারা পরিবেশ–প্রকৃতি ধ্বংস করে, বড় বড় শিল্পপতি হয়েও যারা পরিবেশের ক্ষতির দিকটি মাথায় রাখে না, বরং ধ্বংস করে, যারা নদীকে গলা চিপে মারে, এরা দেশ, জাতি ও মানুষের শত্রু।’

শিল্পবিপ্লবের পর মানুষের নেওয়া নানা পদক্ষেপে পৃথিবীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে। লবণাক্ততাসহ প্রাকৃতিক অনিয়ম বেড়েছে।

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশলপত্র প্রণয়নে বাংলাদেশ ছিল অগ্রণী। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ আমাদের কৌশলপত্র থেকে শিখেছে এবং এ সকল কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ সম্মাননায় ভূষিত হয়েছেন।’

এ সময় ধরিত্রী দিবসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীই যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে অন্য সংবাদ গুরুত্ব হারাবে।’