Thank you for trying Sticky AMP!!

রবের বাসায় ঐক্যফ্রন্টের নেতারা

আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে দেখতে তাঁর বাসায় গিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সম্প্রতি বিদেশে হৃদরোগের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় আ স ম রবের উত্তরার বাসায় যান।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় এই তিন নেতা আ স ম রবের উত্তরার বাসায় ঘণ্টাখানেক অবস্থান করেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। 

শায়রুল কবির আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এ সপ্তাহে হচ্ছে না। ঈদের পর বৈঠক করবেন নেতারা। সেখানে ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১০ জুলাই বুধবার আ স ম রব হৃদরোগের চিকিৎসা নিতে ব্যাংকক যান। ১ আগস্ট তিনি দেশে ফেরেন।

কৃষক শ্রমিক জনতা লীগের জোট ছাড়ার ঘোষণার পর ঐক্যফ্রন্টের মধ্যে ভাঙন, মনোমালিন্যসহ নানান গুঞ্জন ছিল। নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জোটের নেতারা সর্বশেষ গত ১০ জুন রবের বাসায় বৈঠক করেন। এরপর এ জোটের নেতাদের আর একসঙ্গে দেখা যায়নি।