Thank you for trying Sticky AMP!!

রোববার সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

প্রবীণ আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন। ফাইল ছবি

আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রসঙ্গে আগামীকাল রোববার সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের কথা জানাবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রোববার বেলা ১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের ওই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেলে ২০ দলের বৈঠক শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাব কি যাব না, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিইনি। দুই দিনের মধ্যে জোট, জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বিএনপিতে। শনিবার বিকেলে গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। কাছাকাছি সময়ে অপর একটি কক্ষে ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গেও বৈঠক হয়। জোটের বৈঠকে সভাপতিত্ব করেন অলি আহমদ। জোটের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্টের সঙ্গে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সেখানে দলটির নেতারা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে মত দেন বলে জানা গেছে।

২০-দলীয় জোটের শরিক দলের একাধিক সূত্র জানায়, শনিবারের বৈঠকে বিএনপি বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে যাওয়া না-যাওয়ার বিষয়ে শরিকদের প্রত্যেকের কাছে আলাদা মতামত চেয়েছে। এতে অধিকাংশ দলই নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিএনপিকে জোটগতভাবে নির্বাচন করতে হলে শরিকদের প্রতীক বরাদ্দের জন্য আগামীকাল রোববারের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে।