Thank you for trying Sticky AMP!!

সব প্রার্থীকে সমান সুযোগ দেবেন: সিইসি

সিইসি কে এম নুরুল হুদা। প্রথম আলো ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, যে যেই অবস্থানে থাকুক না কেন, প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখতে হবে। সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। আইনগতভাবে কেউ যেন বঞ্চিত না হন, আবার কেউ যেন বাড়তি সুবিধা না পান।

আজ বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিনব্যাপী অনুষ্ঠানে তাঁদের উদ্দেশে সিইসি এসব কথা বলেন।

কে এম নুরুল হুদা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বলেন, ‘প্রার্থী ও রাজনীতিবিদদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। তাতে তাঁদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। পেশা ও দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। কেউ যেন নির্বাচনী আচরণবিধি অমান্য করতে না পারে, সেটা দেখবেন।’

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি আরও বলেন, ‘ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। কেন্দ্রগুলো জনগণের সুবিধাজনক জায়গায় স্থাপন করবেন। প্রার্থী ও প্রভাবশালী ব্যক্তির কাছে যদি কেন্দ্র থাকে এবং সেটা নিয়ে যদি আপত্তি থাকে, তবে তা ঠিক করা আপনাদের কাজ।’