Thank you for trying Sticky AMP!!

সম্প্রীতি নষ্ট করতে চাইছে একটি পক্ষ: ইসলামী গণতান্ত্রিক পার্টি

এম এ আউয়াল

মূর্তি ও ভাস্কর্যের মধ্যে বিরোধ সৃষ্টি করা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করে ইসলামী গণতান্ত্রিক পার্টি। দলের চেয়ারম্যান সাবেক সাংসদ এম এ আউয়াল বলেন, কিছু গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ভিন্ন কোনো পক্ষের অ্যাজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করার ধৃষ্টতা দেখাচ্ছে।

রাজধানীর কলাবাগানে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সোমবার দুপুরে এক সভায় এম এ আউয়াল এসব কথা বলেন। এ সময় দলের মহাসচিব নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এম এ আউয়াল বলেন, মূর্তি হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের উপাসনার অংশ, ভাস্কর্য সভ্যতার ধারাবিবরণী। মুসলিম সভ্যতাসহ পৃথিবীর সভ্যতার একটি বড় নিদর্শন মানুষের সামনে উন্মোচিত হয়েছে ভাস্কর্যশিল্পের মধ্য দিয়ে। বাংলাদেশের সৃষ্টি যাঁর হাত ধরে, দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য যাঁর প্রাণ নিবেদিত, তাঁর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। মহান মুক্তিযুদ্ধের অবমাননা করার নামান্তর।