Thank you for trying Sticky AMP!!

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি হলেন এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুস্থ আছেন। তবে কবে তিনি দেশে ফিরবেন, তা কেউ জানে না। তবে তাঁর অনুপস্থিতিতে নেতা–কর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে কাজ করতে বলেছেন জাপা চেয়ারম্যান। বুধবার রাতে জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

এরশাদ ছাড়া তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ নির্বাচনী প্রচারণা শুরু হলেও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী ছাড়া অন্য গুরুত্বপূর্ণ নেতাদের প্রচারণায় দেখা যায়নি বুধবারও। গত পরশুও ফয়সাল চিশতী এরশাদের প্রচারণা করেন রাজধানীর বনানী বাজারে।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে এরশাদ নির্বাচন করছেন লাঙ্গল প্রতীকে। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চলচ্চিত্র নায়ক আকবার পাঠান ফারুক থাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা লাঙ্গলের পাশে নেই।


ঢাকা-১৭ আসন ছাড়া ঢাকার অন্য দুই আসনে (৪ ও ৬) মহাজোটের শরিক দল হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাপার দুই নেতা সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ। এই দুই আসনে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতা–কর্মী নির্বাচনী প্রচারণায় জাপা নেতাদের পাশে দেখা গেছে।