Thank you for trying Sticky AMP!!

'খালেদা জিয়া বিএসএমএমইউয়ের চিকিৎসায় সন্তুষ্ট'

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসায় সন্তুষ্ট বলে মনে করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক। তাঁর ভাষায়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে মনে হয়েছে, তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট।’

আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর সংবাদ সম্মেলনে এ বি এম মাহবুবুল হক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকেরা তাঁকে (খালেদা জিয়া) দেখেছেন। তাঁর অবস্থা গতকালের মতো আছে। গতকাল তাঁকে যে ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলোই চালু আছে। এখন তাঁকে নতুন করে কোনো পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়নি।’

ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়াকে কেবিনে নেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যা দেখেছি, এতে মনে হয়েছে, তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট। তাঁর চিকিৎসা আমাদের এখানে ভালো হচ্ছে। আমরা তাঁকে খুশি দেখেছি। তিনি দুই হাত নাড়িয়ে কথা বলেছেন।’ খালেদা জিয়াকে কখন রিলিজ দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীর অবস্থা দেখে তাঁকে ছাড়া হবে।

এক সাংবাদিক বিএনপির চেয়ারপারসনের রোগগুলো সম্পর্কে জানতে চাইলে বিএসএমএমইউয়ের পরিচালক বলেন, ‘তাঁর শরীরে যে সমস্যা, এগুলো আমার পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব নয়।’