Thank you for trying Sticky AMP!!

'ফকিরকে স্যান্ডেল পরিয়ে সরকার তৃপ্তি প্রকাশ করছে'

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে নগরের কিনব্রিজ এলাকায় আয়োজিত ‘দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: আনিস মাহমুদ

বাংলাদেশ একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ফকিরকে স্যান্ডেল পরিয়ে সরকার তৃপ্তি প্রকাশ করছে, কিন্তু ফকিরের ফকিরত্ব ঘোচাতে পারছে না। দুর্বৃত্তরা সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে। পুলিশ প্রশাসন দেশ চালাচ্ছে। দেশের মানুষ শান্তিতে নেই। অর্থনীতিতে অশান্তি। নারী নির্যাতন, খুন, ধর্ষণ, ছিনতাই, বিনা বিচারে হত্যাকাণ্ড সব এখন নিয়মিত ঘটনা। তাই প্রত্যেক মানুষকে নিজের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

আজ রোববার বিকেল সাড়ে তিনটায় নগরের কিনব্রিজ এলাকায় ‘দেশ রক্ষা অভিযাত্রা’ শীর্ষক সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ‘গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এ সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন। সমাবেশ শুরুর আগে উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। ধনিকগোষ্ঠীর বিরুদ্ধে তাই সবাইকে একত্র হয়ে লড়াইয়ে শামিল হতে হবে। তবেই বিজয় আসবে। দেশ এখন বিপন্ন। তাই জনদরদি সরকার দরকার। তবে এক আপদ (আওয়ামী লীগ) বিদায় দিয়ে আরেক বিপদ (বিএনপি-জামায়াত) আনলে হবে না। বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, ‘প্রত্যেক নাগরিকের সমান অধিকার বাস্তবায়নের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ভেবেছিলাম, এই দেশ হবে ফুলের বাগান। কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। দেশ ফুলের বাগান নয়, ক্যাসিনোর বাগানে পরিণত হয়েছে। চতুর্দিকে উন্নয়নের জয়ধ্বনি করা হচ্ছে, অথচ দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে। বিদেশে পাচার করা হচ্ছে লাখো কোটি টাকা। তাই ইনসাফের জন্য আবার নতুন করে লড়াই করতে হবে। মদিনা সনদের ভিত্তিতে নয়, দেশ চলছে ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার ভিত্তিতে।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে কোন বিচার হবে, কোন বিচার হবে না,Ñসেটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হয় না। দুর্বৃত্তরা সুবিধাবাদী। তারা কখনো আপা আবার কখনো ম্যাডামের সহায়তা নিয়ে স্বার্থ হাসিল করছে। ১ শতাংশ মানুষের স্বার্থের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন করতে হবে তৃণমূল থেকে ওপরের দিকে। কিন্তু করা হচ্ছে উল্টো। আওয়ামী লীগ এখন মোশতাকের নীতি অনুসরণ করছে, জিয়ার নীতি অনুসরণ করছে, এরশাদের নীতি অনুসরণ করছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে আওয়ামী লীগ সরে গেছে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য কাফি রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন ও সম্পাদক জলি তালুকদার। এ ছাড়া অন্যদের মধ্যে সিপিবি সিলেটের সভাপতি হাবিবুল ইসলাম খোকা, হবিগঞ্জের সভাপতি হাবিবুর রহমান, চিত্তরঞ্জন তালুকদার, মকবুল হোসেন, পীযূষ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে নগরে একটি মিছিল বের করা হয়।