Thank you for trying Sticky AMP!!

দেখভালে গাফিলতির কারণে বারবার এমন ঘটনা ঘটছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজধানীতে সিদ্দিকবাজারের মতো ভবন বিস্ফোরণের ঘটনা বারবার কেন ঘটছে, এমন প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, যাদের দেখভালের দায়িত্ব তাদের গাফিলতি রয়েছে। এসব ঘটনায় তদন্ত করে দায় কার, সেটা খুঁজে বের করতে হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও সর্বনাশ হয়ে যাবে।

আজ মঙ্গলবার রাতে সিদ্দিকবাজারের বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, ‘এই ধরনের ঘটনা তো এটাই প্রথম না, এমন ঘটনা দেখেই যাচ্ছি। আগে কেন টের পাচ্ছি না। দেরি না করে যথাযথ তদন্ত করে দায় কার, সেটা চিহ্নিত করতে হবে। নাশকতা বা ষড়যন্ত্র কি না, সেটা তদন্তকারীরাই বলতে পারবে।’

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।