Thank you for trying Sticky AMP!!

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক দক্ষিণখান থানা দলীয় কর্মসূচিতে বক্তব্য দেন। ঢাকা, ৪ মে

উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে: আমিনুল হক

উপজেলা পরিষদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেছেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদের ‘ডামি’ নির্বাচনের মতো উপজেলা পরিষদের ‘লোকদেখানো’ নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ডের মধ্য আজমপুরে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। তিনি সেখানে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন। আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব।

আমিনুল হক বলেন, জনগণের মৌলিক অধিকারগুলোর মধ্যে মতপ্রকাশের অধিকার এবং ভোটাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী সরকার সে অধিকার হরণ করেছে।

গণবিপ্লব ছাড়া বর্তমান সরকারকে হটানো দুষ্কর বলে মন্তব্য করেন আমিনুল হক। তিনি বলেন, ‘আওয়ামী সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই সরকারকে এভাবে আন্দোলন করে হটানো যাবে না। এই অবৈধ সরকার একদিকে রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তেমনি জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতাকে ধরে রেখেছে। সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে।’

৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর আলী, মহানগর উত্তরের নেতা এ বি এম এ রাজ্জাক, আলাউদ্দিন সরকার, হাজী ইউসুফ, আহসান হাবিব মোল্লা, আবদুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও আমিরুল ইসলাম।