Thank you for trying Sticky AMP!!

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ঢাকা, ১৯ ফেব্রুয়ারি

হামলা করে আন্দোলন দমানো যাবে না: গণতন্ত্র মঞ্চ

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, হামলা ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

আজ সোমবার গণতন্ত্র মঞ্চের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজধানীর খামারবাড়িতে আজ নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে চলা গণস্বাক্ষর কর্মসূচি’ চলছিল। হঠাৎ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী কর্মসূচিতে হামলা করে টেবিল-চেয়ার ভাঙচুর করেন। কর্মসূচির ব্যানার, টেবিল, চেয়ার নিয়ে যান।

বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের নেতা-কর্মীরা নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধর করেন। একপর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান তাঁকে (সাকিব) সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে ধাওয়া করেন। ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ধরে আবার বেধড়ক মারধর করেন। পুলিশ পাশে অবস্থান করলেও তারা নীরব ভূমিকা পালন করে। হামলায় সাকিব গুরুতর আহত হন।

এদিকে সাকিব আনোয়ারকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

নাগরিক ঐক্যের এক বিবৃতিতে বলা হয়, গণস্বাক্ষর কর্মসূচি পণ্ড করা এবং সাকিব আনোয়ারের ওপর এই বর্বরোচিত হামলার সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সময় আসছে। জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে আছে। যেকোনো সময় বিস্ফোরণ হবে।