Thank you for trying Sticky AMP!!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা

নির্বাচন বর্জনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের লিফলেট বিতরণ

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে তা বর্জনের আহ্বান জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ভোটকেন্দ্রে না গিয়ে এই নির্বাচনকে ‘না’ বলার আহ্বান জানিয়েছে তারা।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ফটক থেকে শুরু করে হাসপাতাল চত্বরে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এ বি এম ইজাজুল কবির বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। নির্বাচনের নামে ভাগ–বাঁটোয়ারার আয়োজন করা হয়েছে। এটি তামাশা ছাড়া আর কিছু নয়। তরুণ প্রজন্মের ভোটারসহ জনগণ এই ‘ডামি’ নির্বাচনে ভোটকেন্দ্রে না গেলে গণতন্ত্রের বিজয় হবে।

ছাত্রদলের এ কর্মসূচিতে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায়, রাজু আহমেদ, সোহেল রানা প্রমুখ অংশ নেন।