Thank you for trying Sticky AMP!!

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাসদের

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যেও কোনো ধরনের বাড়তি প্রণোদনা ছাড়াই দেশের কৃষক সমাজ কৃষি উৎপাদন অব্যাহত রেখে খাদ্যনিরাপত্তা নিশ্চিত রেখেছেন। কিন্তু শিল্পপতি ও ব্যবসায়ীরা সরকার থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়েছেন।

করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যবাজারসহ বিশ্ব অর্থনীতিতে তীব্র সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক সংকট বিবেচনায় নিয়ে উৎপাদন বৃদ্ধি করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত রাখতে কৃষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন আহ্বানের পর ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত রাখার ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি তৈরি করবে। তাই রাষ্ট্রীয় অর্থ-সম্পদের অপচয়, দুর্নীতি ও ভোগবিলাস কঠোর হাতে বন্ধ করে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছে জাসদ।