Thank you for trying Sticky AMP!!

রাজধানীর একটি হোটেলে সোমবার মুসলিম লীগের আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন নুরুল হক

বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হলে রাজপথে নামব: নুরুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সারা দেশের লক্ষ-কোটি মানুষ তা সমর্থন করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর একটি হোটেলে মুসলিম লীগের আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন নুরুল হক। তিনি বলেন, ‘বুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগ সর্ব মহল থেকে আওয়াজ তুলছে।’

নুরুল হক বলেন, ‘যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি তারা বুয়েটকে ধ্বংসে ছাত্ররাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে। ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে বুয়েটে যাচ্ছে। শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। আমাদের পরিষ্কার কথা—বুয়েটের ছাত্রদের সাথে অন্যায় হলে আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামব।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সারা দেশের লক্ষ-কোটি মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু আওয়ামী লীগ সারা দেশের মতো বুয়েট দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে চাচ্ছে।’