Thank you for trying Sticky AMP!!

কুমিল্লার সংসদ সদস্য আজাদকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

আবুল কালাম আজাদ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগে তাঁর প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সংসদ সদস্য আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে তাঁকে গতকাল বুধবার নোটিশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে কেন তাঁকে বহিষ্কার করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে সে ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা ওই নোটিশে বলা হয়েছে, ‘৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার (সংসদ সদস্য আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে, এই মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।’

নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থপরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন দল থেকে বহিষ্কার করা হবে না—তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।