Thank you for trying Sticky AMP!!

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার রাত নয়টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আমানউল্লাহ আমানকে আপিল বিভাগ জামিন দেন ২০ মার্চ।

ওই মামলায় বিচারিক আদালত তাঁকে ১৩ বছর কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আমানউল্লাহ আমানের আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন গত বছরের ৩০ মে। রায়ে বিচারিক আদালতের দণ্ড বহাল রাখা হয়। এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহ আমানকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ৭ আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত বছরের ১০ সেপ্টেম্বের আত্মসমর্পণের পর আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। এর পর থেকে ছয় মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন।