Thank you for trying Sticky AMP!!

ঢাকার গণসমাবেশ নিয়ে আইজিপির সঙ্গে বৈঠক করবে বিএনপি

বিএনপির দলীয় লোগো

ঢাকায় সমাবেশস্থল নিয়ে জটিলতার মধ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বৃহস্পতিবার বেলা একটায় পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

যোগাযোগ করা হলে বুধবার রাতে শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন,  ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে বিএনপির নেতারা পুলিশ প্রধানের সঙ্গে কথা বলবেন।‌ পাশাপাশি বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, হামলা ও রাতে বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির বিষয় নিয়েও কথা বলবেন বিএনপির নেতারা।

Also Read: বিএনপি কেন সমাবেশের জন্য ১০ ডিসেম্বর বেছে নিল, প্রশ্ন কাদেরের

বৈঠকে বিএনপির পক্ষে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, ‌প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Also Read: ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দিল পুলিশ

উল্লেখ্য, ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলা হয়। সেখানে সমাবেশ করতে ২৬টি শর্ত দিয়েছে পুলিশ। পাশাপাশি সমাবেশের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকেও বিএনপিকে অনুমতি নিতে বলেছে পুলিশ।

পুলিশের এমন নির্দেশনার পর বিএনপি নেতারা বলছেন তারা নয়াপল্টনেই সমাবেশ করবেন। এটাই তাদের দলীয় সিদ্ধান্ত।

Also Read: বিএনপির জন্য এত শর্ত কেন