Thank you for trying Sticky AMP!!

ঢাকায় নতুন আর্চবিশপ বিজয় নিসফরাস ডি’ক্রুজ

বিজয় নিসফরাস ডি’ক্রুজ

ঢাকায় রোমান ক্যাথলিক চার্চের নতুন আর্চবিশপের দায়িত্ব পেয়েছেন বিজয় নিসফরাস ডি’ক্রুজ। এর আগে তিনি সিলেট ও খুলনায় বিশপের দায়িত্ব পালন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজয় নিসফরাস ডি’ক্রুজ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও স্থলাভিষিক্ত হবেন।

৭৫ বছর পার হওয়ায় আর্চবিশপের দায়িত্ব থেকে অব্যাহতির জন্য ভ্যাটিকানে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে আবেদন করেন ডি রোজারিও। পোপ ফ্রান্সিস সে আবেদন মঞ্জুর করে বিজয় নিসফরাস ডি’ক্রুজকে আর্চবিশপকে দায়িত্ব দেন।

ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, ৭৫ বছর বয়স পার হলে একজন বিশপ অবসরের জন্য আবেদন করতে পারেন।

বিশপ ডি’ক্রুজ ১৯৫৬ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। ইতালির রোমের গ্রেগোরিয়ান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০০৫ সালের ৬ মে বিশপ হিসেবে প্রথম খুলনা ডায়োসিসে অভিষেক ঘটে ডি’ক্রুজের। ২০১১ সালের ৮ জুলাই তিনি সিলেটের বিশপ নিযুক্ত হন। ডি’ক্রুজ এপিস্কোপাল কমিশন ফর ক্রিশ্চিয়ান ইউনিটি অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ডায়ালগ অ্যান্ড ক্যাথলিক বিশপ’স কনফারেন্স অব বাংলাদেশের (সিবিসিবি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।