Thank you for trying Sticky AMP!!

দ্বিগুণ মজা

ঈদের ছুটি। সঙ্গে পূজার ছুটি। ডাবল মজা! এই ছুটিতে কী করবে? কী আর করব, কিআ পড়ব! তা হতে পারে। কিআ’র জন্য লেখা তৈরি করব, ছবি আঁকব। তা-ও হতে পারে। কিছু করব না। শুধু ঘুমাব। উত্তম প্রস্তাব। অভিযানে বেরোব। পাহাড়ে উঠব, জঙ্গলে যাব। খুবই ভালো। হাতের মুঠোফোনে ভিডিও করে একটা ছবি বানিয়ে ফেলব। বাহ! ক্রিকেট খেলব। সাঁতার কাটব। দারুণ! টিভি দেখব আর ইন্টারনেটে বসে থাকব।

ডট কম একটু কম কম। মাঝেমধ্যে চোখটাকে একটু বিশ্রামও তো দেওয়া চাই। না হয় আকাশের দিকে তাকিয়ে থাকো। সবুজের দিকে তাকাও।

আর পারলে একটা কবিতা পড়ে ফেলো। রবীন্দ্রনাথের কবিতা কিংবা কাজী নজরুল ইসলামের। আমরা সব সময়ই বলি, ‘মিথ্যা, মুখস্থ আর মাদককে “না” বলতে হবে।’ ‘না’, ‘না’, ‘না’। কিন্তু কিছু জায়গায় মুখস্থ একেবারে খারাপ নয়। যেমন ধরো, নামতা কিংবা কবিতা। এসো, একটা কবিতা নাহয় আমরা মুখস্থই করে ফেলি।

জানিয়ে রাখি, কিশোর আলো একটা মাসিক কিশোর পত্রিকা, এটা বেরোবে প্রতি মাসের শুরুতে। যাতে বেতন পেয়েই মা-বাবা, মামা-চাচা, ফুফু-খালা তোমাদের হাতে তুলে দিতে পারেন আনকোরা একটা কিশোর আলো। বুদ্ধিটা কেমন!