Thank you for trying Sticky AMP!!

ড্রয়ের মধ্যেও 'জয়ের' আনন্দ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দুই অধিনায়কের হাসিই বলে দিচ্ছে চট্টগ্রাম টেস্টে কেউ হারেনি। তবে ড্রয়ের মধ্যেও জয়ের আনন্দ খুঁজে পাওয়ায় মুশফিকের হাসিটা বোধ হয় একটু বেশিই বিস্তৃত ষ প্রথম আলো

চতুর্থ ইনিংসে বাংলাদেশ চালিয়ে খেললে জিততে পারত, এই কথাটি সম্ভবত এখনো ঘুরে বেড়াচ্ছে দেশজুড়ে। মুশফিক অবশ্য জানালেন, জিততেই হবে, এমন কোনো বার্তা ছিল না ব্যাটসম্যানদের প্রতি। বরং সবাইকে সহজাত খেলার কথাই বলা হয়েছিল। বাস্তবতাও তাই ছিল। ৪৬ ওভারে ২৫৬ রানের লক্ষ্য, ম্যাচ আসলে ওখানেই একরকম শেষ। ‘স্পোর্টিং’ ইনিংস ঘোষণার জন্য অনেক বাহবা পেয়েছেন ম্যাককালাম। যদিও ম্যাচের শেষ দিন শেষ দুই সেশনে ওভারপ্রতি প্রায় সাড়ে পাঁচ করে রান করা অসম্ভবের কাছাকাছি একটা ব্যাপার।

তবে ব্যাটিং প্র্যাকটিসটা ভালোই করেছে বাংলাদেশ, প্রাপ্তির ঝুলিতে কিছু হলেও ভরেছেন সাকিব-তামিম। সবকিছুই আত্মবিশ্বাস আরেকটু উঁচুতে নিয়ে গেছে মুশফিকের। দৃঢ় কণ্ঠে বলে গেলেন, ‘আমাদের জন্য এটি অনেক বড় একটি সিরিজ। আশা করি পরের টেস্ট জিতব, অনেক কিছু পাব এই সিরিজ থেকে।’