Thank you for trying Sticky AMP!!

রোনালদিনিওদের সময় আছে, বেনজেমাদের দেরি হবে না

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
‘আমি’, ক্যাপশনে এতটুকুই লিখেছেন ক্রিস গেইল
ভূমধ্যসাগর আসলে বাকুর সার্কিটের চেয়েও মসৃণ! আজারবাইজান গ্রাঁ প্রির পর ভূমধ্যসাগরে নেমে এমনই মনে হচ্ছে ফর্মুলা ওয়ানের আলফাটাউরি ড্রাইভার পিয়ের গ্যাসলির কাছে
লন্ডনে ইউনিসেফের প্রদর্শনী ম্যাচে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু
জোয়াও ফেলিক্স, ভিনিসিউস জুনিয়রের সঙ্গে রোনালদিনিও। ‘এখনো সময় আছে’, ক্যাপশনে লিখেছেন তিনি
দেরি হবে না কখনোই… বন্ধুদের সঙ্গে করিম বেনজেমা
সাহস, শক্তি ও দয়া—সানিয়া মির্জার তিন ‘মূলনীতি’
ঘরের মধ্যেই মেকআপ আর্টিস্ট আছে যশপ্রীত বুমরার, মনে করিয়ে দিয়েছেন সেটি
‘একজন সতীর্থের চেয়েও বেশি কিছু, ফুটবল আসলে আমাকে একজন ভাই দিয়েছে। মাঠে কিংবা মাঠের বাইরে, সবচেয়ে বড় তারকার একজন। যার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সৌভাগ্য হয়েছে আমার। নতুন অভিযানে সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো!’, ক্যাপশনে লিখেছেন রোনালদো। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদকে বিদায় বলা মার্সেলো বন্দনায় মেতেছেন তাঁর সাবেক-বর্তমান সতীর্থ, কোচেরা। রোনালদোও সামিল হয়েছেন সে তালিকায়