Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ-ভারত ফাইনালে ওঠার লড়াই দেখুন এখানে

২০১০ থেকে ২০১৯, বাংলাদেশের কক্সবাজার থেকে নেপালের বিরাটনগর। দীর্ঘ ৯ বছরে বিশ্ব ফুটবলের কত পরিসংখ্যানই বদলে গিয়েছে। চতুর্থবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। রাশিয়া বিশ্বকাপে ছড়িয়েছে ফরাসি সৌরভ। কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। কিন্তু লম্বা এই সময়ে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে কেউ হারাতে পারেনি। এককথায় প্রতিবেশী দেশটি হয়ে উঠেছে অপরাজেয়।

২০১০ সালে শুরু হয়ে চারটি সাফের আসর পেরিয়ে গিয়েছে। চারটিতেই চ্যাম্পিয়ন ভারত। মেয়েদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা দুর্বার, দুর্জয়। সাফের ইতিহাসে এ পর্যন্ত ২১টি ম্যাচ খেলে ২০ টিতেই তাদের জয়। একমাত্র ড্র বাংলাদেশেরই সঙ্গেই। এই অনুপ্রেরণা নিয়েই আজ ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। খেলাটি হচ্ছে নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে।