Thank you for trying Sticky AMP!!

ধোনির বিপক্ষে আছে অনেক ম্যাচের স্মৃতি। মুশফিক–মাহমুদউল্লাহরা খুব মিস করবেন তাঁকে।

‘মাহি ভাই’–কে মিস করবেন মুশফিক–মাহমুদউল্লাহরা

পুরো নাম মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ক্রিকেট বিশ্বে অনেকে তাঁকে শ্রদ্ধা, ভালোবাসার জায়গা থেকে ডাকেন ‘মাহি ভাই’। মাহমুদউল্লাহ তাঁর মাহি ভাইয়ের অবসর-লগ্নে ধন্যবাদ জানাতে ভোলেননি। মুশফিকুর রহিম বললেন, মাহি ভাই জীবন্ত কিংবদন্তি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ভারতের সাবেক এ অধিনায়ক বিদায় বলার পরপরই সাবেক ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। নানাভাবে নানা রকম নৈবেদ্য দিয়েছেন তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটাররাও পিছিয়ে নেই। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুশফিকুর রহিম লিখেছেন, ‘খেলাটির সত্যিকারের জিনিয়াস, জীবন্ত কিংবদন্তি এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’

মাহমুদউল্লাহও নিজের ফেসবুক পেজে লিখেছেন ধোনিকে নিয়ে, ‘আপনি আমার ক্যারিয়ারে দারুণ এক অনুপ্রেরণা। পরিস্থিতি যা–ই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে আপনার সিদ্ধান্ত নেওয়া, খেলায় সামর্থ্য এসব ভীষণ ভালো লাগে। আপনার অবসর ঘোষণা শুনে খারাপ লেগেছে। ধন্যবাদ মাহি ভাই।’ জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও ধোনির অবসর ঘোষণার পর ফেসবুকে লিখেছেন, ‘তিনি ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। খেলাটির সত্যিকারের ভদ্রলোক। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ এমএসডি।’

জাতীয় দলে খেলা ক্রিকেটার নুরুল হাসান ধোনির বিদায়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। অবসর উপভোগ করুন মাহি ভাই। মাঠে আমরা আপনাকে মিস করব।’

গত বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শেষ পর্যন্ত কাল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসর ঘোষণা করেন ভারতকে বিশ্বকাপ জেতানো এ ক্রিকেটার। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা!