Thank you for trying Sticky AMP!!

১১ সেকেন্ডেই গোল!

বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক তুরস্কের হাকান সুকুর

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ের গোলটি এসেছি মাত্র ১১ সেকেন্ডে।

হ্যাঁ, মাত্র ১১ সেকেন্ডে। ২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের তারকা স্ট্রাইকার হাকান সুকুর খেলা শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে হতভম্ব করে দিয়েছিলেন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের।

তুরস্কের অন্যতম অভিজ্ঞ এই তারকা ফুটবলারের তাঁর ওই দ্রুততম গোলটির আগে ছয়টি বিশ্বকাপ ম্যাচ খেললেও গোল পাননি তার একটিতেও।

ওই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানটি দখল করে নেয় তুর্কিরা। এযাবত্কালে বিশ্বকাপে ওটাই তুরস্কের সেরা সাফল্য।