Thank you for trying Sticky AMP!!

অস্ট্রেলিয়ার কোহলি হবেন ম্যাক্সওয়েল!

জীবনের সেরা ফর্মে আছেন ম্যাক্সওয়েল। ফাইল ছবি
>গ্লেন ম্যাক্সওয়েলের আরও একটি দুর্দান্ত ইনিংস! ম্যাক্সওয়েলের ৭০, উসমান খাজার ৯৮, শন মার্শের ৬১ ও অ্যারন ফিঞ্চের ৫৩ রানের সুবাদে সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেটে ৩২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। জবাবে গত ম্যাচের সেঞ্চুরিয়ান আবিদ আলীর শূন্য রানে ফেরায় পাকিস্তানের রান ১ উইকেটে ১১

প্রত্যাশাটা জাস্টিন ল্যাঙ্গারের। অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, তাঁদের বিরাট কোহলি হবেন গ্লেন ম্যাক্সওয়েল! তুলনাটা শুনে অনেকে তেড়ে আসতে পারেন। কোথায় কোহলি আর কোথায় ম্যাক্সওয়েল। এমন নয় ল্যাঙ্গার দুজনের পার্থক্যটা জানেন না। তবে কদিন আগেও দলে জায়গার জন্য যাঁকে লড়াই করতে হতো, সেই ম্যাক্সওয়েলের মধ্যে ইতিবাচক পরিবর্তন; আর সেটার প্রতিচ্ছবি তাঁর ফর্মে দেখতে পেয়েই ল্যাঙ্গার আশা করছেন, এই ধারা ধরে রাখতে পারলে ম্যাক্সওয়েল ‘অস্ট্রেলিয়ান ভার্সন অব বিরাট কোহলি’ হয়ে উঠতেই পারেন।

অস্ট্রেলিয়া ও ম্যাক্সওয়েলের রূপ বদল যেন হাতে হাত ধরে। ভারত সফরের শেষ দিক থেকে অস্ট্রেলিয়া ঝলসে উঠতে থাকে। ম্যাক্সওয়েলও তা-ই। গত মাসে ভারতে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ফিফটি আর সেঞ্চুরি করেছেন। পাকিস্তান সিরিজের শেষ তিন ম্যাচে তাঁর ব্যাটে রান এসেছে ৭১, ৯৮ ও ৭০।

আজকের ৭০ রানের ইনিংসটির আগেই ম্যাক্সওয়েলের প্রশংসা করেছেন ল্যাঙ্গার। বলেছেন, ‘ওর জন্য চ্যালেঞ্জটা হলো, যেটা আমি ওকেও বলেছি, ও বিরাট কোহলি হতে পারে। কোহলিকে দেখুন, কী অসাধারণ প্রতিভাধর খেলোয়াড়। ওয়ানডেতে গড় ৬০। এ সময়ের সেরা ব্যাটসম্যান কোহলিই। ম্যাক্সির গড় ৩২ কি ৩৩। কিন্তু কোহলি হয়ে ওঠার প্রতিভা ওর আছে। ভারতে যে যেভাবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিটা করল, ওই সিরিজের দুটি ম্যাচেই, আমরা জানি, টি-টোয়েন্টিতে ও কী অসাধারণ এক খেলোয়াড়। এখন ওর পরবর্তী চ্যালেঞ্জ হলো, ওয়ানডেতেও অসাধারণ খেলোয়াড় হয়ে ওঠা। তারপর সম্ভব হলে টেস্টেও।’

কিন্তু এর জন্য ম্যাক্সওয়েলকে যে কঠিন পথ পাড়ি দিতে হবে, সেটিও মনে করিয়ে দিলেন ল্যাঙ্গার, ‘এটা করতে চাইলে ওর জন্য সামনে অনেক চ্যালেঞ্জ। ও যে লক্ষ্য স্থির করেছে, সেটায় অটল থেকে অনুশীলন করে গেলে, এভাবে ম্যাচ জিতিয়ে গেলে, ওর মতো খেলোয়াড় পাওয়াটা সৌভাগ্যের হবে। এটা অবশ্যই বিরাট বড় এক চ্যালেঞ্জ। ওর বয়স এখন ৩০ বছর, ৯৯টা ম্যাচ খেলেও ফেলেছে। কিন্তু আমরা সবাই এটা ওর মধ্যে দেখি, সবাই এটা নিয়ে বলেও, ও কী অবিশ্বাস্য প্রতিভা পেয়েছে। এখন সেই প্রতিভা অনুযায়ী খেলার দায়িত্বটা ওরই। কখনো কখনো সে কিন্তু সেটা করেও দেখিয়েছে। ’

কোহলি ও ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের তুলনা

টেস্টে

ম্যাচ

রান

গড়

১০০

৫০

কোহলি

৭৭

৬৬১‌৩

৫৩.৭৬

২৫

২০

ম্যাক্সওয়েল

৩৩৯

২৬.০৭

ওয়ানডেতে

কোহলি

২২৭

১০৮৪৩

৫৯.৫৭

৪১

৪৯

ম্যাক্সওয়েল

৯৯

২৬৩০

৩২.৮৭

১৮

টি-টোয়েন্টি

কোহলি

৬৭

২২৬৩

৫০.২৮

২০

ম্যাক্সওয়েল

৫৯

১৫১‌৪

৩৪.৪০