Thank you for trying Sticky AMP!!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাইফউদ্দিন খেলতে পারবেন তো?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট নেওয়ার পর সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। ছবি: প্রথম আলো
>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলতে না পারলে তাঁর জায়গায় আসতে পারেন রুবেল হোসেন

বিশ্বকাপে মাঠে নামার আগেই চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে। কিন্তু ম্যাচটি হাতছাড়া করেননি এ অলরাউন্ডার। মাঠে নেমে ভালো বলও করেছিলেন। বাংলাদেশের জন্য দুঃসংবাদ, সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও চোট পেয়েছেন সাইফউদ্দিন। কাল সকালে সাইফউদ্দিনের ফিটনেস টেস্টের পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে খেলানো হবে কি না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাংসপেশিতে চোট পেয়েছেন সাইফউদ্দিন। টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ‘মাংসপেশি শিথিল হতে একটু সময় লাগে। আমরা অপেক্ষা করছি। কাল সকালে ওর ফিটনেস টেস্ট আছে। তখন বুঝে সিদ্ধান্ত নেব। সাইফউদ্দিন খেলতে না পারলে তাঁর জায়গায় রুবেল হোসেনের খেলার সম্ভাবনা রয়েছে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিঠে চোট পেয়েছিলেন সাইফউদ্দিন। এরপরও মাঠে নেমে ৫৭ রানে নিয়েছিলেন ২ উইকেট। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও ২টি করে উইকেট নেন এ পেসার। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সাইফউদ্দিনই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর দুর্ভাগ্য, আবারও চোটে পড়লেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে। কাল নটিংহামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।