Thank you for trying Sticky AMP!!

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। মিরপুরে অনুশীলনের এক মুহূর্তে।

আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব

আইপিএল খেলতে আজ শনিবার সকালে ভারত গেছেন সাকিব আল হাসান। ভারতের কলকাতা হয়ে সাকিবের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে যাবেন সাকিব।

সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।আইপিএল ক্যারিয়ারে ছয় বছর কলকাতায় কাটানোর পর তিন বছরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি দলটিতে যোগ দিয়েছেন সাকিব।

ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে চতুর্দশ আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল, সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তার আগে কোয়ারেন্টিন শেষে নিজেকে প্রস্তুতি করার সময় পাবেন সাকিব।

আইপিএল মাথায় রেখে মিরপুরে অনুশীলন করেছেন সাকিব।

কদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ব্যস্ত সময় কাটছিল সাকিবের। আইপিএল প্রস্তুতির কথা মাথায় রেখে একদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও আরেক দিন মাসকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় নিজের নামে প্রতিষ্ঠিত একাডেমিতে অনুশীলন করেছেন সাকিব।

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসেন। সেখানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। সাকিবও ছিলেন সেখানে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাকিব।

সাকিবের আইপিএল খেলার সময় বাংলাদেশ দল ব্যস্ত থাকবে শ্রীলঙ্কা সফরে। আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট খেলতে যাবে মুমিনুল হকের দল।