Thank you for trying Sticky AMP!!

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর চোখে সাফল্যে মোড়ানো আইপিএল দেখছে বিশ্ব

আইপিএল বিশ্বের সেরা টুর্নামেন্ট: সৌরভ গাঙ্গুলী

করোনা মহামারি শুরুর পর এবার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেরিতে হলেও শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে আইপিএল। মরুর দেশে জৈব সুরক্ষা বলয়ে খেলা হচ্ছে। বড় কোনো স্বাস্থ্য ঝুঁকিতে পড়েনি খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। মাঠের খেলাতে দেখা যাচ্ছে টইটম্বুর উত্তেজনা।

এবার আইপিএল দেখেছে একই দিনে তিন-তিনটি সুপার ওভার। দেখেছে নানা রকম নাটকীয়তায় ভরা শ্বাসরুদ্ধকর ম্যাচ। প্লে অফে ওঠার দৌড়েও রয়েছে নানা সমীকরণ। টুর্নামেন্ট শেষ হতে এখনো বাকি ১৩ দিন। এর মধ্যেই আইপিএলকে প্রশংসায় ভাসিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। টুর্নামেন্টটিকে বিশ্বসেরা বলার পাশাপাশি এবারের আইপিএল অন্য সব সংস্করণকে ছাপিয়ে গেছে বলেও দাবি করেন ভারতের সাবেক এ অধিনায়ক।  

এবারের আইপিএলে একই ম্যাচে দু দুবার সুপার ওভারের রোমাঞ্চ দেখেছে দর্শকেরা

করোনা মহামারিতেও আইপিএলে সফলতা নিয়ে সন্দেহ নেই সৌরভের, ‘অবিশ্বাস্য। আমি একদমই অবাক হইনি এটার সফলতা নিয়ে।’ ক্রিকেটের মাধ্যমে মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেয়েছিলেন সৌরভ, ‘আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করি। এরপর সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করে এক মাসের টুর্নামেন্টের প্রস্তুতি নেই। জৈব সুরক্ষা বলয় কেমন হয়, শেষ পর্যন্ত সফল হয় কি না, তা নিয়ে ভাবনা ছিল। তবু আমরা পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই । কারণ আমরা করোনা আতঙ্কে থেমে যাওয়া জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চেয়েছিলাম। খেলাও মাঠে ফেরাতে চেয়েছি। আইপিএল নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম মানুষের প্রতিক্রিয়া পেয়েছি। আমি এতে মোটেও অবাক হইনি।’

এবার আইপিএল যেন পরতে পরতে রং ছড়াচ্ছে। আইপিএলের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে দু-দুটি সুপার ওভার দেখেছে দর্শক। দর্শক দেখেছে কীভাবে খাদের কিনার থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এখন তো দারুণ সম্ভাবনা রয়েছে পাঞ্জাবের প্লে-অফে খেলার। এত নাটকীয়তায় ভরা টুর্নামেন্টকে তাই ‘স্ম্যাশ হিট’ বলছেন সৌরভ গাঙ্গুলী, ‘এটা বিশ্বের সেরা টুর্নামেন্ট। এখানে অনেক সুপার ওভার হয়েছে। আমরা কদিন আগেই দেখেছি দু-দুটি সুপার ওভার। আমরা রোহিত শর্মাকে দেখেছি। দেখেছি সব তরুণ খেলোয়াড়কে। দেখেছি শিখর ধাওয়ানের ব্যাটিং, দেখেছি কীভাবে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে এসেছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। এখানে আপনি সবকিছু পেয়েছেন! আমি বাজি ধরে বলতে পারি যত মানুষ বাড়িতে বসে এই টুর্নামেন্ট দেখেছে—রেটিংয়ের দিক থেকেও এবারের আইপিএল অসাধারণ সাফল্য পেয়েছে।’