Thank you for trying Sticky AMP!!

আইসিসির বর্ষসেরা স্টোকস

দুর্দান্ত এক বছর কাটিয়েছেন স্টোকস। ছবি : এএফপি
>অসাধারণ এক বছর কাটানোর পুরস্কার পেলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে বলতে গেলে একাই লড়ে দলকে জিতিয়েছেন। ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ইনিংস খেলে অ্যাশেজ বাঁচিয়েছেন। ২০১৯ সাল বাকি জীবন মুগ্ধতার সঙ্গে মনে রাখবেন বেন স্টোকস, এটা বলে দেওয়া যায়। দুর্দান্ত বছর কাটানোর পুরস্কার পেলেন এবার। ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি, পেয়েছেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।

২০১৯ সালে ২০ ওয়ানডে খেলে ৭১৯ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেছেন স্টোকস। ১১টি টেস্ট খেলে ২২ উইকেটের পাশাপাশি রান করেছেন ৮২১।

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ভারতের ওয়ানডে ওপেনার রোহিত শর্মা। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার পাশাপাশি পুরো বছরে সাতবার তিন অঙ্ক পেরোনোর পুরস্কার পেলেন তিনি।

ওদিকে পুরো বছরে ৫৯টি টেস্ট উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অন্য যেকোনো বোলারের চেয়ে যা অন্তত ১৪ বেশি। আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

সহযোগী দেশগুলোর সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েতজার। বিরাট কোহলি পেয়েছেন ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা স্টিভেন স্মিথকে বিশ্বকাপের ম্যাচে যখন দুয়ো দিচ্ছিলেন দর্শকেরা, কোহলি তখন মাঠ থেকে দর্শকদের আহ্বান জানিয়েছিলেন দুয়ো না দিয়ে অনুপ্রেরণা জোগাতে। ভারতীয় অধিনায়ক স্বীকৃতি পেয়েছেন সেটির জন্যই।