Thank you for trying Sticky AMP!!

আফগানিস্তানের চেয়ে স্কিলে বাংলাদেশ এগিয়ে

আফগানিস্তান সিরিজের জন্য জোর প্রস্তুতি চলছে বাংলাদেশের। প্রথম আলো ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি চলছে বাংলাদেশের। সিরিজের সূচি ঘোষণার বহু আগ থেকে এ সিরিজ নিয়ে আলোচনা চলছে। আলোচনাটা অবশ্য আফগানিস্তানের দুই স্পিনারকে ঘিরেই সীমাবদ্ধ। রশিদ খান ও মুজিব-উর-রহমানকে কীভাবে সামলাবে বাংলাদেশ—ঘুরেফিরে এ আলোচনাই হচ্ছে। তবে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ এ নিয়ে খুব একটা চিন্তিত নন।

আফগানিস্তানের হোম সিরিজ হলেও সংগত কারণেই ভারতের দেরাদুনে হচ্ছে দ্বিপক্ষীয় এই সিরিজ। দেরাদুনের উইকেটকে মাথায় রেখেই রশিদ-মুজিবকে নিয়ে অতটা চিন্তা করছেন না মাহমুদ। আর যদি উইকেট স্পিনবান্ধবও হয়, বাংলাদেশের বোলারদের ওপর আস্থা আছে তাঁর, ‘আমার মনে হয় না খুব একটা স্পিনবান্ধব উইকেট হবে। আমার মনে হয়, উইকেটে বাউন্স থাকতে পারে। শুনলাম অনেক ঘাস আছে। আমাদের সিরিজ শুরুর আগে সাতটার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়তো ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভালো, তা নয়। যে রকম উইকেটই হোক না কেন, আমরা প্রস্তুত।’

আইপিএলে দারুণ ফর্মে আছেন লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিব। তাঁদের এমন ফর্ম ভাবালেও পুরো ম্যাচ বিবেচনায় রশিদ-মুজিব অতটা গুরুত্ব পাচ্ছেন না, ‘আমরা ওইভাবে নিচ্ছি না। দুই স্পিনার বাদেও ১২টা ওভার ব্যাট করতে হবে।’ আর স্কিলের দিক থেকে বাংলাদেশ দলই এগিয়ে বলে মনে করেন মাহমুদ। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তান এগিয়ে থাকলেও স্বাভাবিক খেলা খেললে সিরিজটা বাংলাদেশেরই নাকি জেতা উচিত, ‘আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি। সিরিজ জিতলেই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাব। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোনো কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমাদের ডিসিপ্লিন ঠিক রাখি, ভালো ক্রিকেট খেলি, তাহলে আমার মনে হয়, যেকোনো সময়, যেকোনো দিন আফগানিস্তানকে হারাতে পারি।’