Thank you for trying Sticky AMP!!

আর্চারকে কটাক্ষ করে আজীবন নিষেধাজ্ঞার মুখে...

বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়া ইংলিশ পেসার জফরা আর্চার। ছবি: এএফপি

মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কাল ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ড সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হন ইংলিশ পেসার জফরা আর্চার। তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এ ঘটনা। এরপর থেকেই তোলপাড় চলছে নিউজিল্যান্ড ক্রিকেটে। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট জানিয়েছেন, যে দর্শক এমন আচরণ করেছেন তাকে আজীবনের জন্য ক্রিকেট মাঠ থেকে বহিষ্কার করা হতে পারে।

টুইটে আর্চার জানিয়েছেন, নিউজিল্যান্ডের সেই দর্শক তাঁর ‘চামড়ার রং নিয়ে মন্তব্য করছিল।’ এ ঘটনায় আর্চারের কাছে ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর পুনরাবৃত্তি যেন না হয় তা নিশ্চিত করতে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে নিরাপত্তা বাড়ানোর নিশ্চয়তা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও ক্ষমা চাইবেন আর্চারের কাছে। উইলিয়ামসন বলেন, ‘এটি ভয়ংকর ব্যাপার। এসব যত দ্রুত সম্ভব নির্মূল করতে হবে এবং পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে।’

>

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের শেষ দিনে বর্ণবাদী আচরণের শিকার হন ইংলিশ পেসার জফরা আর্চার। বর্ণবাদী মন্তব্য করা সেই দর্শককে নিউজিল্যান্ডের ক্রিকেট মাঠ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড

এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, বর্ণবাদী মন্তব্য করা সেই দর্শক ফৌজদারি মামলার সম্মুখীন হতে পারেন। সংবাদমাধ্যমকে হোয়াইট বলেন, ‘লোকটাকে খুঁজে বের করা গেলে আমরা তাঁকে পুলিশের হাতে তুলে দেব। এ ধরনের ঘটনায় এটাই করা উচিত বলে মনে করি। খুঁজে পাওয়া গেলে নিউজিল্যান্ডের মাঠে ক্রিকেট ম্যাচ দেখা থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। আমার মতে নিউজিল্যান্ডের কোনো ক্রিকেট মাঠে তাকে আর কখনো ঢুকতে দেওয়া উচিত না।’ ইএসপিএন জানিয়েছে, সেই সমর্থককে ‘সম্ভবত খুঁজে পাওয়া গেছে।’