Thank you for trying Sticky AMP!!

ইমরানকে ঢেকে দিল ভারত!

সিসিআইতে গেলে এখন আর দেখবেন না ইমরানের ছবি। ছবি: এএফপি
>পাকিস্তানি জঙ্গি সংগঠন কর্তৃক কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদস্বরূপ ভারতের বিখ্যাত ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে (সিসিআই) থাকা ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হয়েছে।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফের ৪৪ জন জওয়ান। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। ভারতজুড়ে তাই পাকিস্তানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। প্রতিবাদের অংশ হিসেবে ভারতের মর্যাদাপূর্ণ সিসিআই একটা অভিনব উপায় বেছে নিয়েছে। সেখানে থাকা সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হয়েছে।

সিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত একটা প্রতিষ্ঠান। মুম্বাইয়ের বিখ্যাত ব্রাবোর্ন স্টেডিয়ামে তাদের মূল কার্যালয় অবস্থিত। ক্রিকেট ইতিহাসের বিভিন্ন কিংবদন্তি তারকার ছবি দিয়ে সাজানো হয়েছে ক্লাবটি। ফলে, স্বাভাবিকভাবে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের একটা ছবি ক্লাবটিতে শোভা পায়। তবে বৃহস্পতিবারের ঘটনার পর শনিবারই ছবিটা ঢেকে দেওয়া হয়েছে। সিসিআইয়ের সভাপতি প্রেমাল উদানি জানিয়েছেন, কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছবিটা ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে আসার পর থেকেই জইশ-ই-মোহাম্মদ নামের এই জঙ্গি সংগঠনের কার্যক্রম বেশ বেড়েছে।
সিসিআইয়ের উদানি স্বীকার করেছেন, ইমরানের ছবি ঢেকে দেওয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে কাশ্মীরের সন্ত্রাসী হামলা, ‘সিসিআই একটা খেলাধুলার ক্লাব। সব দেশের, সব যুগের কিংবদন্তি ক্রিকেটারদের ছবি রাখা হয়েছে এখানে। সম্প্রতি কাশ্মীরে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রেক্ষিতে আমরা এটা করার (ইমরানের ছবি ঢেকে দেওয়া) মাধ্যমে আমাদের ক্ষোভ প্রকাশ করছি। বলতে পারেন এটা আমাদের পক্ষ থেকে প্রতিবাদও। তবে এই মুহূর্তে ওই ছবি ঢেকে ফেললেও আগামী দিনে আবার কাপড় সরিয়ে ফেলা হবে কি না, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এই ব্রাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন ইমরান। খেলেছেন ১৯৮৭ সালে একটি প্রদর্শনী ম্যাচও। এ ছাড়া ১৯৮৯-তে নেহরু কাপের ম্যাচে ইমরানের নেতৃত্বে পাকিস্তান এই মাঠেই হারায় অস্ট্রেলিয়াকে। সে ম্যাচের সেরা হয়েছিলেন পাকিস্তানি অধিনায়কই।