Thank you for trying Sticky AMP!!

এবার দারুণ খেলেছে চেন্নাই।

‘এক দল বাবা’ থেকে সুপারহিরোদের চেন্নাই

২০২১ আইপিএলে দারুণ ফর্ম দেখাচ্ছে চেন্নাই সুপার কিংস। স্থগিত হওয়ার আগে সাত ম্যাচে পাঁচটিতেই জিতে দুইয়ে উঠে এসেছে। অথচ এ দলই ২০২০ আইপিএলে শেষ দিকে টানা কয়েকটি ম্যাচে জয় পেয়ে কোনোমতে সাতে শেষ করেছিল টুর্নামেন্ট। মাত্র ছয় মাসের মধ্যে প্রায় একই খেলোয়াড়দের নিয়েই দলটির এভাবে বদলে যাওয়া চমকে দিয়েছে অনেককে। এঁদের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান বিশ্লেষক আকাশ চোপড়া। মহেন্দ্র সিং ধোনিদের এভাবে বদলে যাওয়ার ঘটনাকে দারুণ এক উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন চোপড়া।

ইউটিউবে বিশ্লেষণী ভিডিও দেন চোপড়া। নিজের চ্যানেলে এমনই এক ভিডিওতে ধোনিদের বর্তমান মৌসুমের প্রশংসা করতে গিয়ে বলেছে, ‘২০২০ ও ২০২১ আইপিএলের মধ্যে অনেক বড় পার্থক্য। ২০২০ সালে বাবাদের দলের মতো খেলছিল, আর ২০২১ সাল চলে আসতেই সবাই সুপারপাওয়ার পেয়ে গেছে। কিংস এখন সুপার কিংস বনেছে। ছয় মাসের মধ্যে যে এমন বদলানো সম্ভব, সেটা আমি বা আমার বন্ধুরা কেউ ভাবতে পারেনি। কিন্তু এই দল তা দেখিয়েছে।’

এবার বেশ ছক্কা মারছেন জাদেজারা।

কীভাবে ধোনির দল এই পরিবর্তন এনেছে, সেই ব্যাখ্যাও দেওয়া হয়েছে। চোপড়া ভিডিওতে বলেছেন, ‘চেন্নাইয়ের সবচেয়ে বড় বদল ছক্কা মারার ক্ষমতায়। ২০২০ সালের ব্যাপারে যদি বলি, ওরা শুধু আবুধাবি ও দুবাইয়ে খেলেনি, ওরা শারজাতেও খেলেছে, কিন্তু ছক্কা মারতে পারছিল না। এবার প্রথম দিকে ওয়াংখেড়ের ছোট স্টেডিয়ামে খেলেছে। এরপর দিল্লিতে গেছে। আমরা মনে করেছিলাম, এবার চেন্নাই আটকা পড়ে যাবে, কারণ, এখানে কে ছক্কা মারবে। আমি ভেবেছি এ কারণেই দলটি প্লে অফে উঠবে না।’

চোপড়াকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করেছে চেন্নাই। এবার সবার আগে অনুশীলনে নেমে পড়েছিল দলটি। গত মৌসুমের ব্যর্থতা ভুলতে দলটা যে বেশ কাজ করেছে, সেটা তাদের খেলায় টের পাওয়া যাচ্ছে। চোপড়া পরিসংখ্যানেই এর প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। রুতুরাজ গায়কোয়াড়, মঈন আলী, সুরেশ রায়না, ফ্যাফ ডু প্লেসিদের ছক্কা মারার ক্ষমতায় মুগ্ধ হয়েছেন, ‘২০২০ সাল নিয়ে যদি বলি, ছক্কা মারার দিক থেকে চেন্নাই দ্বিতীয় নিকৃষ্ট ছিল। ওরা মাত্র ৭৫টা ছক্কা মেরেছে এবং প্রতিচি ছক্কা মারতে ওদের ২২ বল লেগেছে। যেখানে মুম্বাই ইন্ডিয়ানস ১৩৭ ছক্কা মেরেছে। আর মুম্বাইয়ের প্রতি ছক্কা ১৩.২ বলে এসেছে। এ বছর চেন্নাই মাত্র ৭ ম্যাচ খেলেছে আর তাতেই ৬২ ছক্কা। সে ছক্কাগুলোও প্রতি ১৩.১ বলে এসেছে।’