Thank you for trying Sticky AMP!!

এমন অভিজ্ঞতা তামিমের আগে হয়নি

বিপিএলে এখনো বলার মতো ইনিংস দেখা যায়নি তামিমের কাছ থেকে। ছবি: প্রথম আলো
>

তামিম কাল কুমিল্লা-সিলেট ম্যাচ শেষ হতেই চলে এলেন সংবাদ সম্মেলনে। কেউ ভাবতে পারেননি রান খরায় ভুগতে থাকা কুমিল্লা ওপেনার চলে আসবেন সংবাদ সম্মেলন। ড্রেসিংরুমে ফেরার পথে চমকে দিলেন আরেক তথ্য দিয়ে। এবারের বিপিএলে একটা অভিজ্ঞতা হয়েছে তাঁর, যেটি আগে কখনো হয়নি।

গতকাল রাতে তামিম ইকবাল প্রথম চমকটা দিলেন সংবাদ সম্মেলনে এসে। টানা দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন। ৫ ম্যাচে করেছেন ৬০ রান। কাল সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচেও তিনি ব্যর্থ। ম্যাচসেরা তরুণ অফ স্পিনার মেহেদী হাসান। অথচ হুট করে সংবাদ সম্মেলনে চলে এলেন কুমিল্লার ‘আইকন’ তামিম।

তামিম এত দ্রুত চলে এসেছেন, সাংবাদিকেরাও তখন সবাই পৌঁছাননি সংবাদ সম্মেলন কক্ষে! ‘এত দ্রুত চলে এলেন যে—তামিমের উত্তর, ‘দ্রুত হোটেলে ফিরতে হবে তো।’ বাঁ হাতি ওপেনার যখন সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমে ফিরছেন, তখন মাত্রই ম্যাচসেরার পুরস্কার হাতে নিলেন মেহেদী। কেউ কেউ রসিকতা করে বললেন, ‘কুমিল্লার আরেকটা সংবাদ সম্মেলন হবে না কি?’

তামিম যেভাবে দ্রুত সংবাদ সম্মেলন শেষ করলেন, বিপিএলে তাঁর ইনিংসগুলোও ঠিক তেমনই দ্রুত শেষ হয়ে যাচ্ছে! সংবাদ সম্মেলন দীর্ঘায়িত না হলে সমস্যা নেই, কিন্তু ইনিংস যে লম্বা করা জরুরি। ড্রেসিংরুমে যাওয়ার পথেই পরিসংখ্যান-সচেতন তামিম আরেকবার চমকে দিলেন, ‘জানেন নাকি, আজ একটা রেকর্ড হয়েছে আমার। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছি। আমার ক্যারিয়ারে আগে কখনো হয়নি, প্রথমবারের মতো ঘটেছে এই ঘটনা।’

তামিম বলার পর রেকর্ড-পরিসংখ্যান ঘাঁটতেই হলো। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনো পর্যন্ত তিনি শূন্য রানে ফিরেছেন ৫২বার। আন্তর্জাতিক ক্রিকেটে যে ৩৬৭ ইনিংস খেলেছেন এর মধ্যে ৩৩ বার ফিরেছেন কোনো রান না করেই। তবে টানা দুই ইনিংসে ‘শূন্য’ মেরে ড্রেসিংরুমে ফেরার রেকর্ড তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ছিল না।

পরিসংখ্যানটা অবশ্যই হতাশার। কিন্তু তামিম সেটি জানালেন হাসতে হাসতে। এমনকি সংবাদ সম্মেলনের পুরোটা জুড়ে তাঁর হাসিমুখটাই দেখা গেল। হয়তো রানখরা যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে, আত্মবিশ্বাস তাঁর টনটনে। তামিম জানেন, এখন রান পাচ্ছেন না। ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না তাঁর, ‘আমার ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। রান না করলে খুব বেশি চিন্তিত হই না। তবে এখন খুব একটা ভালো লাগছে না। কিন্তু আপনাকে মেনে নিতে হবে, সব সময় সবকিছু আপনার পক্ষে যাবে না। অনেক সময় রান করতেই থাকবেন, যেটা আমি করে এসেছি গত কয়েক বছর ধরে। কিছু সময় আসবে যখন আমি রান পাব না। এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। আমি জানি কীভাবে এমন পরিস্থিতি থেকে ফিরতে হয়। সামনের ম্যাচেও যদি রান না পাই তবুও ঘাবড়ে যাব না। চেষ্টা করব কঠোর পরিশ্রম করব। আমি অনেকটাই নিশ্চিত, আমার একটা ইনিংস সবকিছু বদলে দেবে।’

রানে ফিরতে ব্যাকুল তামিম সামনে টানা দুই শূন্যের গল্প নিশ্চয়ই করবেন না। করবেন টানা দ্যুতিময় সব ইনিংস খেলার গল্প।