Thank you for trying Sticky AMP!!

এশিয়ান গেমসে আবার ক্রিকেট

২০১০ গুয়াংজু এশিয়াডে ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে নিজেদের ইতিহাসে সেটিই ছিল প্রথম সোনার পদকের গৌরব। ফাইল ছবি
>

২০১০-এ গুয়াংজু আর ২০১৪-তে ইনচন এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও সেটি বাদ পড়ে যায় ২০১৮ জাকার্তা গেমসে। ২০২২ সালে চীনের হাংঝৌতে অনুষ্ঠেয় এশিয়াডে আবারও ক্রিকেট অন্যতম ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওএসি)

চীনের গুয়াংজুতে ২০১০ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছিল ক্রিকেট। ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪-তে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়াডেও ক্রিকেট ছিল। কিন্তু গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গেমসে বাদ পড়ে যায় ক্রিকেট। ২০২২ সাল থেকে ক্রিকেট আবারও ঢুকছে এশিয়াডের ইভেন্ট-তালিকায়। চীনের হাংঝৌতে অনুষ্ঠিত হবে ২০২২ এশিয়ান গেমস।
২০১০, ২০১৪-তে এশিয়াডে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে ভারতকে ছাড়াই। তবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল নিয়েই এই দুই গেমসে অংশ নিয়েছিল। ঠাসা আন্তর্জাতিক সূচির অজুহাত দেখিয়ে ভারতের এশিয়াড ক্রিকেটে অংশ না নেওয়া অবশ্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল এশিয়ান অলিম্পিক কাউন্সিলে (ওএসি)।
সম্প্রতি ব্যাংককে ওএসির এক সভায় ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থা ওএসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তারা ২০২২ এশিয়ান গেমসে ছেলেদের ও মেয়েদের দুটি শক্তিশালী দল পাঠাতে অনুরোধ জানাবেন।
বিসিসিআই এ ব্যাপারে কোনো কোনো সিদ্ধান্ত না নিলেও ইতিবাচক মনোভাবই দেখিয়েছে, ‘আমরা এশিয়াডে ক্রিকেট থেকে একটি পদক জয় করতে পারি। এশিয়ান গেমস হবে ২০২২ সালে। এখনো অনেক সময় বাকি। এ নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’