Thank you for trying Sticky AMP!!

ওয়াসিম-মুরালিদের স্মৃতি ফেরালেন গ্যাব্রিয়েল

প্রতিপক্ষের স্টাম্প উৎপাটনে নজর দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ছবি: রয়টার্স

সাউদাম্পটনে গতির ঝড় তুলেছেন শ্যানন গ্যাব্রিয়েল। নিজের পা সামলাতে না পেরে আবারও উইকেট হাতছাড়া হয়েছে তাঁর। তবু গতি আর বাউন্সে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিতে কস্ট হয়নি তাঁর। আজ শেষ দিনে উইকেট বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উইন্ডিজ পেসার নির্ঘাত চাইবেন উইকেটে থাকা আর্চার কিংবা মার্ক উডের স্টাম্প উড়িয়েই সে কাজটা করতে। প্রতিপক্ষের স্টাম্প ভাঙতেই যে ভালো লাগে তাঁর। টেস্ট ক্যারিয়ারে গতকাল পর্যন্ত ১৪০ উইকেট পেয়েছেন। এর মাঝে ৪৯টিই বোল্ড। অর্থাৎ ৩৫ ভাগ সময়ই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে উইকেট পেয়েছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তো সেটা আরও বেশি। সাত ব্যাটসম্যানের পাঁচজনই বোল্ড হয়েছেন গ্যাব্রিয়েলের বলে। আর এতেই ভুলে যাওয়া এক দৃশ্য দেখল টেস্ট ক্রিকেট।

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কিংবা ইংল্যান্ডের মাটিতে কোনো বোলারের পাঁচবার স্টাম্প ভাঙার দৃশ্য দেখা গেছে প্রায় দুই যুগ আগে। ১৯৯৮ সালে ওভালে সে কাজটা অবশ্য কোনো পেসারের নয়। ইংল্যান্ডের বিপক্ষে সেবার ১৬ উইকেট পেয়ে দলকে অনায়াস জয় এনে দিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। একটুর জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে (৯/৬৫) না পারলেও দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের পাঁচজনকে বোল্ড করার কীর্তির তৃপ্তি অন্তত পেয়েছিলেন মুরালি।

ইংল্যান্ডের বিপক্ষে শ্যাননের আগে কোনো পেসারের এমন কীর্তিটার বয়স আরও পুরোনো। সেই ২৬ বছর আগে ত্রিনিদাদে তান্ডব চালিয়েছিলেন কার্টলি অ্যামব্রোস। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল ইংল্যান্ড। অ্যামব্রোসের ২৪ রানে ৬ উইকেটের স্পেলের সামনে ৪৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসেও ৬০ রানে ৫ উইকেট পাওয়া অ্যামব্রোস ১১ উইকেটের পাঁচটিই নিয়েছিলেন ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে নিয়ে।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ কোনো পেসারের এমন কীর্তির বয়স আরও বেশি। ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। ওয়াসিম আকরাম ও ওয়াকির ইউনিসের যুগলবন্দী পাকিস্তানকে ১০ উইকেটের জয় এনে দিয়েছিল। দুই ইনিংস মিলে ৯ উইকেট পাওয়া ওয়াসিম টেল এন্ডারদের স্টাম্প নিয়ে মেতেছিলেন ধ্বংসযজ্ঞের খেলায়।
ওয়াসিমের ২৮ বছর পর কোনো পেসার ইংল্যান্ডের মাটিতে পাঁচজনকে বোল্ড করল। পাকিস্তানি কিংবদন্তির মতোই জয়ের হাসি নিয়ে আজ মাঠ ছাড়তে পারবেন, এ আশা নিয়েই আজ নামবেন গ্যাব্রিয়েল।