Thank you for trying Sticky AMP!!

করোনার সময়ও রাস্তায় থুতু, বিরক্ত অশ্বিন

করোনার সময় সবাইকে দায়িত্বশীল হতে বললেন অশ্বিন। ফাইল ছবি

করোনা-আতঙ্কে সারা পৃথিবীতে খেলাধুলা সব বন্ধ। সেটি ফুটবলই হোক কিংবা ক্রিকেট বা অন্য কোনো খেলা। এমন অবস্থায় খেলোয়াড়েরা কার্যত কর্মহীন। বাড়িতে শুয়ে-বসে, পরিবারের সঙ্গে কাটাচ্ছেন অলস সময়। ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এ সময়টা অবশ্য ‘অলস’ কাটাচ্ছেন না। ফিটনেস ঠিক রাখতে বাড়িতেই কাজ করে যাচ্ছেন। নির্দিষ্ট ডায়েট অনুসরণ করছেন। তবে সবচেয়ে বড় কথা করোনার এ সময়টা তিনি সচেতন থাকছেন, মেনে চলছেন সব ধরনের বিধিনিষেধ।

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সবাইকে এ সময় নিজেদের দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন আগে, ‘সময়টা কঠিন। এ সময় আমাদের সবারই উচিত স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলা। সবারই উচিত নিজের বাড়িতে থাকা। সামাজিক মেলামেশা আর জমায়েত এড়িয়ে চলা।’

অশ্বিনের মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনে–বুঝেই করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এমনি এমনিই এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেনি। পরিস্থিতি পর্যালোচনা করেই এমনটা করেছে। এখন আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমি জানি না আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখনো রাস্তাঘাটে প্রচুর মানুষকে থুতু ফেলতে দেখছি। আমি বলছি না যে আপনি সব সময় হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরুন। সঙ্গে একটা রুমাল রাখুন। এখনো রাস্তাঘাটে প্রচুর মানুষের সমাগম ঘটছে। এটাকে কোনো ব্যাপারই মনে করছে না কেউ। জেনে রাখুন জমায়েত হচ্ছে করোনাভাইরাসের আধার। আশা করছি, সবাই এসব বুঝতে পারবে দ্রুত, করোনা ছড়িয়ে পড়ার আগেই।’