Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত নাফিস সুস্থ হয়ে উঠছেন

জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান নাফিস ইকবাল খান। ছবি: নাফিস ইকবালের ফেসবুক পেজ

বাতাসে গুঞ্জনটা ভাসছিল কদিন ধরে। আজ সে গুঞ্জনকে সত্য বলে জানালেন নাফিস ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ব্যাটসম্যান করোনাভাইরাসে আক্রান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাল রাত থেকে নাফিস ইকবালের করোনায় আক্রান্ত হওয়া না হওয়া নিয়ে আলোচনা হচ্ছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অগ্রজ নাফিস আজ সংবাদকর্মীদের খবরটি নিশ্চিত করেন।

সংবাদকর্মীদের মাধ্যমে সবার প্রতি নাফিস বলেন, ‘অনেকের ফোনই ধরতে পারিনি। পরিস্থিতি আপনারা জানেন। ভালো লাগছে যে আপনারা সবাই দোয়া করছেন, খবর নিচ্ছেন। জানি, সবাই আমাকে ভালোবাসেন। আমিও ভালোবাসি। শুধু সংক্ষেপে বলে দিই, ১০ দিন আগে আমার শরীরে (করোনা) লক্ষণ ধরা পড়ে। জ্বর, শরীর ব্যথা ছিল। দু-তিন দিন থাকে। এরপর আমি পরীক্ষা করাই। দুদিন পর পরীক্ষার ফলে জানতে পারি আমি পজিটিভ।’

এরপর থেকে নিজেকে সবার কাছ থেকে আলাদা রাখছেন বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা সাবেক এ ওপেনার। নাফিস তাঁর শারীরিক অবস্থা নিয়ে জানালেন, ‘মাঝে কিছুদিন খুব দুর্বল ছিলাম। মুখে কোনো স্বাদ ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। দোয়া করবেন যেন এখান থেকে আর কোনো বিপদ না হয়। বাসায় আছি। আইসোলেটেড (একা থাকা) আছি। দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’