Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত সাবেক পাকিস্তানি ওপেনার

স্টাইলিশ ব্যাটিং করতেন তৌফিক ওমর। ছবি: টুইটার

করোনায় আক্রান্ত হলেন আরেক ক্রিকেটার। কাল পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক ওমর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। 


২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তৌফিক একটা সময় পাকিস্তানের টপঅর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ৪৪ টেস্ট ও ২২ ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যাওয়া বাঁহাতি ওপেনার লম্বা সময় ক্রিকেটের বাইরে আছেন। ক্রিকেট ক্যারিয়ার প্রায় পেছনে ফেলা তৌফিক এড়াতে পারেননি করোনার থাবা।

স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই এখন সঙ্গনিরোধ অবস্থায় রয়েছেন তৌফিক। করোনায় সংক্রমিত হওয়ার পর সাবেক পাকিস্তানি ওপেনার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'গত রাতে (শনিবার) হালকা অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। এখন নিজ বাড়িতেই বিচ্ছিন্ন হয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সেরে উঠি।'

তৌফিকের আগে স্কটল্যান্ডের মাজিদ হক, পাকিস্তানের জাফর সরফরাজ ও দক্ষিণ আফ্রিকার এনকুয়েনির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশে ক্রিকেট কোচ আশিকুর রহমান ও বিসিবি পরিচালক শফিউল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।