Thank you for trying Sticky AMP!!

কলকাতা টেস্টে প্রথম তিনদিনই দর্শক থাকবে ৫০ হাজার

ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: এএফপি
>কলকাতায় ভারত-বাংলাদেশ দিবারাত্রির টেস্ট নিয়ে ক্রিকেটমোদীদের আগ্রহের কোনো কমতি নেই। প্রথম তিন দিনের টিকিটের চাহিদা আকাশচুম্বী

টি-টোয়েন্টি সিরিজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই কলকাতায় দিবারাত্রির টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টেস্টের প্রথম তিন দিনে মোটামুটি ভর্তি গ্যালারিই দেখা যাবে বলে জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। টেস্টের প্রথম তিন দিনের মধ্যে প্রতিদিনই দর্শকসংখ্যা হবে ৫০ হাজারের বেশি।

টুইটারে সিএবি কাল এ নিয়ে টুইট করে জানিয়েছে, ‘ইডেন গার্ডেনে গোলাপি বলে ভারতের প্রথম দিবারাত্রির টেস্টে প্রথম তিন দিনের মধ্যে প্রতিদিন ৫০ হাজারের বেশি দর্শক হবে। টিকিটের চাহিদা আকাশচুম্বী।’ সিএবি-র এক অফিশিয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৭ হাজার টিকিট অনলাইনে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি টিকিট অধিভুক্ত সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। তাঁর ভাষায়, ‘প্রথম তিন দিনের টিকিটের চাহিদা অনেক বেশি। ১৬ হাজারের মতো টিকিট ১৪ নভেম্বরের পর কাউন্টারে ছাড়া হবে। আমরা টইটম্বুর গ্যালারি আশা করছি।’

টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরে প্রথম টেস্ট। কলকাতায় শেষ টেস্টটি দিবারাত্রির, যা ভারত ও বাংলাদেশ দুই দলের ইতিহাসেই প্রথম। ঐতিহাসিক এ টেস্ট নিয়ে সিএবি আয়োজনের কমতি রাখছে না। ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে ভারত-বাংলাদেশ টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, ইডেন গার্ডেনসের এ টেস্টে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লাকেও আমন্ত্রণ জানিয়েছেন। ম্যাচ শুরুর আগে গান গাইবেন এই কিংবদন্তি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা করছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশ যে দল খেলিয়েছিল সে দলের সবাইকেও আমন্ত্রণ জানিয়েছে সিএবি। টেস্টের প্রথম দিনে ৪০ মিনিটের নৈশভোজ বিরতির সময় এইচআইভি পজিটিভ শিশুদেরও খেলার সুযোগ করে দেওয়া হবে।