Thank you for trying Sticky AMP!!

কেমন করলেন বাংলাদেশের বোলাররা?

বোলিংয়ে মোস্তাফিজ ছিলেন আলো হয়ে। ছবি: প্রথম আলো
>বিশ্বকাপে ৮ বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। বাংলাদেশি বোলাররা মোট ৫৯টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট এসেছে তিনবার। দুবার নিয়েছেন মোস্তাফিজ, আরেকবার সাকিব। এর মধ্যে মোস্তাফিজ ২০ উইকেট নিয়ে দলের সেরা তো বটেই, এখন পর্যন্ত টুর্নামেন্টেরও দ্বিতীয় সেরা বোলার। উইকেট শিকারে ১১ নম্বরে আছেন সাইফউদ্দিন, সাকিব আছেন ১৮ নম্বরে। ৪১ নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশি মূল বোলারদের মধ্যে ত্রিশের নিচে গড় (এক উইকেট নিতে কত রান খরচ) কেবল মোস্তাফিজের—২৪.২০। মাশরাফির গড় ৩৬১।

বিশ্বকাপে বাংলাদেশের বোলিং

খেলোয়াড়

ম্যাচ

উই

সেরা

গড়

ইকো

মোস্তাফিজ

২০

৫/৫৯

২৪.২০

৬.৭০

সাইফউদ্দিন

১৩

৩/৭২

৩২.০৭

৭.১৮

সাকিব

১১

৫/২৯

৩৬.২৭

৫.৩৯

মিরাজ

২/৪৭

৫৬.৮৩

৫.০৮

সৌম্য

৩/৫৮

২২.৭৫

৬.৫০

মোসাদ্দেক

২/৩৩

৭১.৬৬

৫.৯৭

মাশরাফি

১/৬৮

৩৬১

৬.৪৪

রুবেল

১/৪৮

১৩১

৭.৭০

আরও পড়ুন

বিশ্বকাপে কেমন করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা?