Thank you for trying Sticky AMP!!

কোহলিকে বাংলাদেশ-দুঃস্বপ্ন মনে করিয়ে দিল নিউজিল্যান্ড

আজও ব্যর্থ কোহলি। ছবি : এএফপি
>ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কোহলি। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে এলবিডব্লু  হওয়ার আগে করেছেন ১৪ রান

নিউজিল্যান্ড সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হবেন?

সিরিজের আগে এমন প্রশ্ন করা হলে শতকরা ৯০ জনই হয়তো বলতেন বিরাট কোহলির নাম। টেস্ট সিরিজ শেষে এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া তো দূর, ভারতের পেসার মোহাম্মদ শামির রানই কোহলির চেয়ে বেশি। এতটাই বাজে কেটেছে কোহলির নিউজিল্যান্ড সফর!

শুধু টেস্ট সিরিজের কথাই ধরুন। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছেন ১৯ আর ২ রান। দ্বিতীয় টেস্টে অবস্থা আরও খারাপ, প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১৪ রান। ৩০ বল খেলে আউট হয়েছেন কলিন ডি গ্রান্ডহোমের বলে, এলবিডব্লু  হয়ে। টেস্ট সিরিজে চার ইনিংস খেলে রান করেছেন মোট ৩৮। ফিফটি, সেঞ্চুরি তো দূর—বিশোর্ধ্ব ইনিংসই নেই। ন্যূনতম দুই ম্যাচের টেস্ট সিরিজে কোহলি এর আগে ২০ রান পেরোতে পারেননি আর এক সিরিজে। নিউজিল্যান্ড সিরিজে চারটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দেড়টি টেস্ট খেলে সেঞ্চুরি পাননি ভারত অধিনায়কের। এক ওয়ানডেতে ফিফটি করেছেন বটে, তবুও সেই ফিফটিকে ছাপিয়ে নজরে পড়ছে কিউই বোলারদের সামনে তাঁর অসহায়ত্ব। কলিন ডি গ্রান্ডহোমের বলে আউট হওয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া গেল, অন্তত এই সফরে কোহলি কিউই বোলারদের ওপর ‘দাদাগিরি’ করতে পারছেন না। বরং ভারতীয় অধিনায়কের ওপর ছড়ি ঘুরিয়েছেন সাউদি-জেমিসন-গ্রান্ডহোম-ওয়াগনাররা।

টেস্ট সিরিজে কোহলির গড় ৯.৫০। এর চেয়ে কম গড় আর মাত্র এক সিরিজেই ছিল তাঁর, ২০১৭ সালের অস্ট্রেলিয়া সিরিজে (৯.২০)।

ন্যূনতম এক টেস্ট ও এক ওয়ানডে বা এক টি-টোয়েন্টির সিরিজে কোহলি সেঞ্চুরি করেননি, এমন উদাহরণ আছে আর চারটি। এবং এই রেকর্ডে কোহলির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০১৫ সালের বাংলাদেশ-ভারত সিরিজে একটা সেঞ্চুরিও করতে পারেননি কোহলি। গ্রান্ডহোম-জেমিসনরা সেই স্মৃতিটাই ফিরিয়ে আনলেন যেন!

ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রান তুলেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজ দ্বিতীয় দিনে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এরপর ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে। ৬ উইকেটে ৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। হাতে ৪ উইকেট রেখে ৯৭ রানের লিড নিয়েছে ভারত।