Thank you for trying Sticky AMP!!

কোহলির কাছ থেকে নেতৃত্ব শিখতে চান বাবর

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন বাবর আজম। ছবি : এএফপি

অধিনায়ক হয়ে প্রথমেই কঠিন পরীক্ষায় পড়ছেন বাবর আজম। সম্প্রতি টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হওয়া বাবর আজম প্রথমেই দলকে নিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। কিন্তু দলকে কীভাবে নেতৃত্ব দেবেন তিনি? বিশ্বের সেরা দুজন অধিনায়কের কাছ থেকেই শিক্ষা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন এ অধিনায়ক। সেই সেরা দুই অধিনায়ক ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের ফর্ম তেমন ভালো না এখন। শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। তিন ম্যাচে ঝলসে উঠতে পারেননি বাবরও, করেছেন যথাক্রমে ১৩, ৩ ও ২৭ রান। সে সিরিজে পাকিস্তানের সহ-অধিনায়ক ছিলেন বাবর। গুঞ্জন উঠেছিল, সহ-অধিনায়কত্বের চাপ নিতে না পেরেই বাজে খেলেছেন এ পাকিস্তানি তারকা। ব্যাপারটা ভালোভাবে নেননি পদোন্নতি পাওয়া বাবর, ‘আমি প্রতি ম্যাচেই আমার ১২০% দেওয়ার চেষ্টা করি। বলার অপেক্ষা রাখে না, সিরিজটা আমাদের সবার জন্যই জঘন্য কেটেছে। ফর্মে ওঠানামা থাকেই। এমন নয় যে বাড়তি দায়িত্বের জন্য খারাপ করেছি। আমি সব সময় যেভাবে খেলি, সেভাবেই খেলে যাব। আমি নিশ্চিত, রান আসা শুরু হবে আবারও।’

>

পাকিস্তানে সরফরাজ-যুগ শেষ। সময় এখন বাবর আজমের। নতুন অধিনায়ক বাবরকে দায়িত্ব দেওয়া হয়েছে টি-টোয়েন্টির। অধিনায়ক হিসেবে কেমন করবেন তিনি? বাবর জানালেন, অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে তাঁর আদর্শ

কীভাবে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন, এখনই ভাবা শুরু করেছেন বাবর, ‘দলীয় পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও যাতে ভালো হয়, সে দিকে নজর থাকবে আমার। এখন যারা নেতৃত্ব দেয়, তাদের মধ্যে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের কাছ থেকে শিখতে চাই আমি। তারা একই সঙ্গে দলকেও নেতৃত্ব দেয়, নিজেদের পারফরম্যান্সও নামতে দেয় না। ওটাই শিখতে হবে আমাকে। আমি চেষ্টা করব ওদেরকে ছাপিয়ে যেতে।’

পাকিস্তান এখনো নিজেদের নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করলে বাবরের কাঁধে ওয়ানডের দায়িত্বটাও দিয়ে দেওয়া হতে পারে।