Thank you for trying Sticky AMP!!

কোহলির কাছ থেকে ব্যাটিং শেখার পরামর্শ বাবরকে

বিরাট কোহলিকে দেখে বাবর আজমকে শেখার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। ছবি: এএফপি
>পাকিস্তান দলের ব্যাটসম্যান বাবার আজমের আদর্শ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুধু আইকন মানলেই তো হবে না, কোহলির কাছ থেকে ব্যাটিং শেখার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলটাকেই যেন পছন্দ হচ্ছে না শোয়েব আখতারের। খেলোয়াড়দের নাম ধরে ধরে ধারাবাহিকভাবে সমালোচনা করে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। বিশ্বকাপের আগে থেকেই অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে তাঁর অভিযোগের শেষ নেই। সরফরাজকে ‘আনফিট’ উপাধি দেওয়ার পর ‘ঘিলুহীন’ অধিনায়ক হিসেবেও আখ্যা দিয়েছেন।

সরফরাজকে ছেড়ে এবার বাবর আজমকে ধরেছেন শোয়েব। তবে সরাসরি সমালোচনা না করে বিরাট কোহলিকে দেখে শেখার পরামর্শ দিয়েছেন বাবরকে।

এবারের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বাবর। পাঁচ ম্যাচ খেলে দুই ফিফটিতে সর্বোচ্চ ২৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এর জন্য প্রশংসার আশা করতেই পারেন বাবর। কিন্তু তা আর পাচ্ছেন কোথায়! উল্টো কোহলির সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে খোঁচা। বাবর নিজের আদর্শ মানেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। পাকিস্তানি হয়ে ভারতীয় অধিনায়ককে আইকন হিসেবে বেছে নেওয়ায় শোয়েবের কোনো আপত্তি নেই। সে সঙ্গে ভিডিও বার্তায় হালকা খোঁচাও দিয়েছেন।

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানের জয়ে পাকিস্তানের বিশ্বকাপ আশা টিম টিম করে জ্বলছে। সেদিন দলীয় ৩০৮ রানের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রানের অবদান ছিল বাবরের। কিন্তু তাতেও শোয়েবের মন জয় করা যায়নি। কারণ রানের চেয়ে বল খরচ করেছেন বেশি (৮০ বলে ৬৯)। এতেই চটে গিয়ে কোহলির কাছ থেকে শেখার আহ্বান জানিয়েছেন শোয়েব, ‘আমি বাবর আজমকে বলব তুমি যেহেতু কোহলিকে অনুসরণ কর, তাঁর মতো ব্যাটিং করা শেখা উচিত। আফগানিস্তানের বিপক্ষে স্লো পিচে খুব কঠিন মুহূর্তেও রান করেছে কোহলি। কোহলির কাছ থেকে বাবরের শেখা উচিত কীভাবে সিঙ্গেল বের করতে হয়। তাঁর মতো উন্নতি করতে শিখতে হবে।’

উত্তরসূরিকে উপদেশ দিতে এসে শুধু কোহলি নয়, ভারতের আরেক ব্যাটসম্যান রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে দেখেও শিখতে বলেছেন শোয়েব, ‘তুমি যদি বিরাট, রোহিত শর্মা, কেন উইলিয়ামসকে দেখ, তারা সবাই ৫০ রান করার পর রানের গতি আরও বেড়ে যায়। তাদের কাছ থেকে বাবরের শেখা উচিত।’