Thank you for trying Sticky AMP!!

ক্যারিবীয়দের ব্যাটও হাসল সূর্যের সঙ্গে

ফিফটি করার পথে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেগ ব্রাফেট। ছবিঃ এএফপি

দুদিন আড়ালে থাকলেও সাউদাম্পটনের আকাশে অবশেষে সূর্য মামা হেসেছে। আর রোজ বোলে হেসেছে ক্যারিবীয় ব্যাটসম্যানদের ব্যাট। আর তাতেই ১১৪ রানের লিড পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে উইন্ডিজ অলআউট হয়েছে ৩১৮ রান তুলে।

প্রথম দুদিন কন্ডিশন, উইকেট বোলিংসহায়ক থাকলেও আজ চিত্রটা একটু অন্যরকম। নিয়মিত উইকেট হারালেও ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে আসা উইকেটে খারাপ করেননি ক্যারবীয় ব্যাটসম্যানরা। ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা উইন্ডিজের দুই ব্যাটসম্যান ক্রেগ ব্রাফেট ও শাই হোপ দিনের প্রথম ঘণ্টায় দলীয় স্কোরটা ১০০ পার করেন। ব্রাফেটের ব্যাট থেকে আসে ৬৫ রান। ওয়েস্ট ইন্ডিয়ানরা লাঞ্চে যান ৩ উইকেটে ১৫৯ রান নিয়ে।

ইংলিশরা লাগাম নিজেদের হাতে নিতে শুরু করে দ্বিতীয় সেশন থেকে। এই সেশনে ২ উইকেট নিলেও ইংলিশরা ক্যারিবীয়দের ধসিয়ে দিয়েছেন আসলে চা বিরতির পর। শেষ ৫ উইকেটই পড়েছে চা বিরতির পর। ষষ্ঠ উইকেটে ৮১ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়েছেন শেন ডাউরিচ-রোস্টন চেজ। ডাউরিচ করেছেন ৬১ রান আর চেজ ৪৭।